Shawon Ahmed, Current President

We are expatriate for the income purpose. We love Bangla culture on our heart through there is huge work. Shawon Ahmed is the name who works hard to teach the brave history of Bangla towards the next generation who are growing in abroad and to work for the welfare of the expatriate Bangladeshis. Currently he is serving as the President of Bangla Press Club, Italy. He is moving forward keeping the Bangla Press Club Italy united with his great organizing skill.
He has a writing habit from his student life. He has a great skill of drawing too. He earned fame by drawing too. He is skilled in computer graphics. He earned fame on this profession working in many local and foreign companies. He is quit interested in creative works.
Shawon Ahmed came to Italy in 2007. At

first, he fought hard to survive here but now he is a successful businessman.
He is well known for his journalism along with his present work. Shawon Ahmed revealed the revolution of agriculture and garments sector in Italy by the Bangladeshi workers through his series news post.
His secret talent reveled by his Daily Swades Bedesh newspaper published in Rome, the capital city. When the monthly Swades Bedesh newspaper published on daily basis, he earned huge fame. Later he worked with Habibur Rahman Chunnu, Italy correspondent of Channel I for such a long time. Furthermore, he worked as a Italy correspondent of Bangla TV and Channel S for such a long time. As the award of his works, when Bangla TV started telecast from Dhaka, Shawon Ahmed is appointed as the Europe Bureau Chief. Currently he is working on this post.
Furthermore, Shawon Ahmed is working as the editor of the online news portal called “Somoy News”.
To collect news, not only in Europe, he works as a journalist whenever he travels in Bangladesh.

শাওন আহমেদ বর্তমান সভাপতি।

উপার্জনের তাগিদেই আজ আমরা প্রবাসী। শত ব্যস্ততার মাঝেও আমরা হৃদয়ে লালন করি বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের মাঝে বাংলার গৌরব মাখা ইতিহাসের কথা গেঁথে দিতে এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যানে কাজ করার এক নিরলস মানুষ যার নাম শাওন আহমেদ। বর্তমানে তিনি বাংলা প্রেস ক্লাব ইতালীর, সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতায় তিনি বাংলা প্রেস ক্লাবকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাচ্ছেন।


শিক্ষা জীবন থেকেই তার লেখালেখির চর্চা। রং আর তুলির ছোয়াঁয়ও রয়েছে তার অভিজ্ঞতা। তিনি বিভিন্ন ধরনের ছবি একেঁ ও প্রশংসা কুড়িয়েছেন। তিনি কম্পিউটার গ্রাফিক্সে বেস পারদর্শী। দেশ বিদেশে বিভিন্ন নামী দামী কোম্পানীতেও এ পেশায় বেস সুনাম কুড়িয়েছেন। সৃজনশীল কাজ কর্মে তিনি বেস উৎসাহী।


২০০৭ সালে ইতালির মাটিতে পা রাখেন শাওন আহমেদ। প্রথম দিক দিয়ে উপার্জনের তাগিদে কিছুটা ভোগান্তির শিকার হলেও সময়ের প্রেক্ষাপটে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।


কর্ম জীবনের পাশাপাশি সাংবাদিকতায় তিনি ইউরোপের বিভিন্ন দেশে বেস পরিচিত। ইতালীজুড়ে বাংলাদেশীরা কৃষি এবং গার্মেন্টস শিল্পে যে বিপ্লব ঘটিয়েছে তার বহিঃপ্রকাশ শাওন আহমেদ এর বিভিন্ন ধারাবাহিক সংবাদ প্রচারের মাধ্যমে।


রাজধানী রোমে দৈনিক স্বদেশ বিদেশ পত্রিকার মাধ্যমে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। মাসিক স্বদেশ বিদেশ দৈনিক আকারে প্রকাশিত হলে শাওন আহমেদ ইতালিতে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে চ্যানেল আই এর ইতালী প্রতিনিধি হাবিবুর রহমান চুন্ন এর সাথে দীর্ঘদিন কাজ করেন। এছাড়াও তিনি বাংলা টিভি ও চ্যানেল এস এর ইতালি প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেন। তার কাজের স্বীকৃতি হিসেবে বাংলা টিভি ঢাকা থেকে সম্প্রচার শুরু হলে শাওন আহমেদকে ইউরোপ ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে তিনি ওই পদে রয়েছেন।


শুধু তাই নয় শাওন আহমেদ অনলাইন নিউজ পোর্টাল “সময় নিউজ'”এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সংবাদ সংগ্রহে তিনি ইউরোপের মধ্যেই সীমাবদ্ধতা নয় দেশে বেড়াতে গেলেও তিনি সাংবাদিকতা পেশায় কাজ করেন।