Nazmul Ahahsan Tuhin: Started Journalism from the University Student Life

After getting admission to the first year of the university in 1986, I started journalism as the amateur city reporter of Weekly Abirvab. I started my journalism career in 1988 at first as the metropolitan reporter and later crime reporter of Daily Banglabazar. Later I worked as the crime reporter of Daily Songbad, Daily Batra, Daily Bangla, Daily Lal Sabuj, Daily Sham Bazar, and various papers. Hence I was appointed as the chief reporter of Daily Desh and later news editor of Daily Itteshal. In the meantime, I published as a weekly magazine named Weekly Artho Kantho with my friend Enamul Haque and within a few days, it got fame across the country as an economic magazine. Later we published one more magazine named Weekly Business Asia. Both of the magazines were running well and I was the news chief. In 1995, I founded the National Human Rights Journalist Association and I was the General Secretary of it and I arranged many programs and later I founded National Children Rights Journalist Forum. I have started the Artho Kantho Business Award and National Human Rights Award for 20 renewed and famous persons of the country from 1995 that is running till today. In 2000, arriving at Bucharest University of Rumania for Ph.D. Degree, I came to Italy. I started to work as the Europe Bureau of 21 TV Bangladesh in 2002. In 2008, I worked as the correspondent of Lombardi and Geneva of ATN Bangla Europe and Channel I Europe. I have traveled to England by the invitation of ATN Bangla Europe and Channel I Europe. I joined as the special correspondent of Europe of Jai Jatra TV in 2018 and ja TV & Bangladesh Times and 24TV that is continuing. Furthermore, I am the Europe Bureau Chief and special correspondent of Daily Swadesh Protidibn, Artho Kantho, Business Asia, Business America & Indian Sunday Times & Binodon Kontho. I completed my honors and Masters in Geography from the University of Dhaka, Diploma in Modern Arabic, Masters in Economics, and a Diploma in Journalism. My wife Soheli Sultana got third place in the first class in Honors and Masters in Economics. I have one son and one daughter. My daughter is 19 years old and reads in Quanta Superior under Cambridge and my son is 11 years old and reads in class 7.

নাজমুল আহাসান তুহিন: বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় সাংবাদিকতা শুরু

১৯৮৬ সালে বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকে সাপ্তাহিক আবির্ভাব পত্রিকায় সৌখিন সিটি রিপোর্টার হিসেবে কাজ শুরু।১৯৮৮ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় প্রথম মহানগর পরে ক্রাইম রিপোর্ট হিসেবে পেশাগত দায়িত্ব পালন শুরু। পরবর্তিতে একে একে দৈনিক সংবাদ দৈনিক বার্তা দৈনিক বাংলা দৈনিক লাল সবুজ,দৈনিক শ্যাম বাজার সহ বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করি।ইত:পর দৈনিক দেশ পত্রিকায় চীফ রিপোর্ট ও দৈনিক ইত্তেশাল পতত্রিকায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করি। এর মধ্যে ১৯৯৫ সালের মাঝামাঝি সময় আমার বন্ধু এনামুল হক এনামের নিয়ে প্রতিষ্ঠা করি সাপ্তাহিক অর্থ কন্ঠ,অল্প দলের মধ্যে পুরো দেশে অর্নৈতিক ম্যাগাজিন হিসেবে প্রসিদ্ধ লাভ করে। এর পর আরো একটি মযাগাজিন আমরা শুরু করি সাপ্তাহিক বিজনেস এশিয়া । দুটি ম্যাজিনই খুব ভাল ভাবে চলতে থাকে আমি নিউজের চীঁফ হিসেবে দায়িত্ব পালন করি এনাম। ১৯৯৫সনে প্রতিষ্ঠা করি জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা, আমি মহা সচিব হিসেবে দায়িত্ব পালন করি বিভিন্ন কার্যক্রম করতে থাকি এর পর প্রতিষ্ঠা করি জাতীয় শিশু অধিকার সাংবাদিক ফোরাম।১৯৯৫ সাল থেকে সমাজের বিশিষ্ট ব্যাক্তিদেরকে প্রতি বছর ২০ জনকে অর্থ কন্ঠ বিজনেস এওয়ার্ড ও জাতীয় মানবাধিকার এওয়ার্ড দোয়া শুরু করি যার কার্যক্রম বাংলাদেশে এখনো চলমান আছে।২০০০ সালে আমি রুমানিয়ার বুখারিষ্ট ইউনিঊারসিটিতে পিএইচডি করতে এসে সেখান থেকে ইতালীতে চলে আসি।২০০২ সালে ২১টেলিভিশন বাংলাদেশের ইউরোপ ব্যুরো হিসেবে দায়িত্ব পালন শুরু করি।২০০৮ সাল থেকে এটি এন বাংলা ইউরোপ ও চ্যানেল আই ইউরোপ এর লোম্বারদিয়া ও ভেনেতোর সংবাদ দাতা হিসেবে দায়িত্ব পালন করি। ২০১৪ সালে এটি এন বাংলা ও চ্যানেল আই এর আমান্ত্রনে গ্রেট বৃটেন সফর করি।২০১৮ সাল থেকে জয় যাত্রা টেলিভিশন ও ২০১৯ সাল থেকে ja টেলিভিশন ও বাংলাদেশ টাইমস ২৪ টেলিভিশনের ইউরোপের বিশেঁষ সংবাদ দাতা হিসেবে দায়িত্ব পালন শুরু করি।যা বর্তমান চলমান।এ ছাড়াও বর্তমানে দৈনিক স্বদেশ প্রতিদিন,অর্থ কন্ঠ ,বিজনেস এশিয়া,বিজনেস আমেরিকা ও ইন্ডিয়ান সানডে টাইমস ও বিনোদন কন্ঠের ইউরোপের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছি।আমি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ভুগোল বিষয় অনার্স ও মাস্টারস এবং আধুনিক আরবীতে ডিপ্লোমা এবং অর্থনীতিতে মাস্টারস সহ সাংবাদিকতার উপর ডিপ্লোমা গ্রহন করেছি।আমার স্ত্রী সেহেলী সুলতানা ও ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টারসে প্রথম শ্রেনীতে তৃতীঁয স্থান অধিকার করেছে ।আমার এক ছেলে এক মেয়ে।মেয়ে ১৯ বছর কুইনতা সুপেরিয়রে ক্যামব্রিজের অধীন,ছেলে ১১বছর ক্লাস সেভেনে পড়ে।