
YouTuber Diba Farhana Sincere on Social Service
Diba Farhana, I am a teacher. I became an expatriate after coming to Italy.Though I was born in Burichong of Cumilla District, as my father was the government officer, I started my education in Dhaka. I completed my S.S.C
from Motijheel Government Girls School and H.S.C from Motijheel Ideal School and College and later honors and Master from Eden Mohila University College. In 2002 when I was completing my professional level of I.C.M, I
started my teaching profession in a local English Medium School. Later in 2003, I joined as the senior teacher in the “Cordova International School and College” under the British Council. Completing my 10 years of a teaching
career, I came to Italy to my husband in 2013. Along with managing my husband’s business in Pescara, Italy, I involved myself in inspiring immigrant children to learn English and Bengali and various social works. In 2017, I came to Rome, Italy. I started my teaching profession as a part-time teacher at a local Bangla School in Rome. Later, I came to Milan due to my husband’s job. From 2018 to 2020, I am inspiring Bangladeshi community children to learn English, and Bengali, as well as I, am working as the Milan correspondent of “SomoyNews”. Currently, I have a youtube channel. The name of the channel is“DIBA’s 24 from Italy”. By this channel, I am working as a YouTuber.
ইউটিউবার দিবা ফারহানা সমাজসেবায় মনোযোগী
দিবা ফারহানা একজন শিক্ষিকা।ইতালী এসেই শুরু হয় তার প্রবাস জীবনের গল্প । কুমিল্লা জেলার বুড়িচং থানায় জন্ম হলেও বাবা সরকারী চাকুরীজীবি হওয়ায় ছোটবেলা হতেই পরাশুনা শুরু ঢাকায়। এস.এস..সি মতিঝিল সরকারী গালস স্কুল ।এইচ.এস..সি মতিযিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। অনার্স , মাষ্টাস ( ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ)। তাছাড়া আই.সি.এম এর প্রফেশনাল লেভেল শেষ করার পাশাপাশি স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার কাজ শুরু করি ২০০২ সালে। পরবতীতে ব্রিটিশ কাউন্সিল এর অধীনে ২০০৩ সালে “কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষিকা হিসেবে কাজ শুরু করি। দীর্ঘ দশ বছর শিক্ষকতার জীবন পরিসমাপতি শেষে ২০১৩ সালে ইতালী চলে আসি স্বামীর নিকট। প্রথম ইতালীর পেসকারা শহরে স্বামীর ব্যবসা দেখাশুনা করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশী শিশুদের ইংরেজী ও বাংলা ভাষার ব্যাপারে আগ্রহী করে তোলা ও বিভিন্ন সামাজিক কর্ম কান্ডে নিজেকে যুক্ত করি।২০১৭ সালে চলে আসি ইতালীর রাজধানী রোমে।রোমের স্হানীয় একটি বাংলা মিডিয়াম স্কুলে খন্ড কালীন শিক্ষকতা শুরু করি। অবশেষে ২০১৮ সালে স্বামীর চাকুরীর সুবাদে মিলানো চলে আসি। ২০১৮ থেকে ২০২০ মিলানো বাংলাদেশি কমিউনিটির শিশুদের বাংলা ও ইংরেজী ভাষা চর্চার ব্যাপারে আগ্রহী করে যাচ্ছি এবং পাশাপাশি “সময় নিউজ” মিলানের একজন প্রতিনিধি হিসেবেও কাজ করছি। বর্তমানে আমার একটি ইউটিউব চ্যানেল চালু রয়েছে। চ্যানেল এর নাম “DIBA’S 24 from italy”।এই চ্যানেল টি নিয়েই নিজেকে একজন “ইউটিউবার” হিসেবে কাজ করে যাচ্ছি ।